শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

তারের জঞ্জালে চাপা দৃষ্টিনন্দন স্থাপত্য

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

সামনে তার পেছনে তার, ডানে তার বায়ে তার। বৈদ্যুতিক তার, ক্যাবল টিভির তার, ইন্টারনেটের তার। তারের জঞ্জালে চাপা পড়ছে খুলনা মহানগরীর সৌন্দর্য বর্ধণে নির্মিত একাধিক দৃষ্টি নন্দন স্থাপনা।
খুলনার খালিশপুরের গোয়ালখালি এলাকায় নাবিক কলোনীর কাছে ২০২০ সালে নৌবাহিনী ৭৪ ফুট দৈর্ঘ্যরে একটি টর্পেডো বোট স্থাপন করে। নৌবাহিনী থেকে টর্পেডো বোটটি ২০১৮ সালে ডি কমিশন (বাতিল) করা হয়। এটিকে কেন্দ্র করে চারপাশে স্বল্প পরিসরে ওয়াকওয়ে, পাইপ ফেন্সিং করা হয়। ফেন্সিং এর ভেতরে নানা ধরণের ফুলের গাছ লাগানো হয়। রাতে নীল নিওন আলোতে স্থাপনাটি দারুণভাবে নগরবাসীকে বিশেষ আকৃষ্ট করে। তবে সৌন্দর্য এখন অনেকটাই কমে গেছে বিভিন্ন সংযোগ তারের জঞ্জালের কারণে। টর্পেডো বোটের খুব কাছ দিয়ে চলে গেছে ৩৩ হাজার ভোল্টের মেইন লাইন। তার নিচে ৪৪০ ভোল্টের লাইন। লাইটপোস্টগুলোকে আকঁড়ে ধরে আছে কয়েকশ’ ইন্টারনেট ও ডিশ ক্যাবল। ছোট ছোট বৈদ্যুতিক সংযোগের তারও রয়েছে। সব মিলিয়ে যুদ্ধজাহাজটি দেখার আগে চোখ চলে যায় তারের কৃত্রিম জালের দিকে। তারের ছড়াছড়ি নষ্ট করে দিয়েছে স্বাভাবিক সৌন্দর্যকে। এ বিষয়ে খুলনার নৌ ঘাটি বানৌজা তিতুমীরের একজন উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি। চেষ্টা করা হচ্ছে কীভাবে সমস্যাটির সমাধান করা যায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন