স্টাফ রিপোর্টার : বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ নভেম্বরের কর্মসূচি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, পঁচাত্তরের ৩ নভেম্বরের ঘটনা আঁড়াল করতে সিপাহী বিপ্লবের নামে পঁচাত্তরের ঘাতক গোষ্ঠি তথা কথিত বিপ্লব দিবস পালন করে। এই দিন তারা হাজারও সেনাবাহিনী সদস্য হত্যা করেছে। এই সেনাবাহিনী হত্যাকারীদের মাঠে নামার কোন সুযোগ দেয়া হবে না। তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। বিপ্লবের নামে এই ঘাতকদের আশ্রয় প্রশ্রয় দেয়ার কোন সুযোগ নেই।
গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে জাতীয় চার নেতাকে স্মরণ করতে ৩ নভেম্বরের কর্মসূচি সফল করতে বর্ধিত সভা করে মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর ফাঁসি দাবি করে হানিফ বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার নেপথ্যে ছিলেন জিয়াউর রহমান। এই খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের মাধ্যমে ৭৫ ও ৩ নভেম্বরের কলঙ্কের কিছুটা হলেও মোচন হবে।
মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতউল্লার সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন