কর্পোরেট রিপোর্ট ঃ আগামী ২০১৮ সালের জুনের মধ্যে বাংলাদেশের সব গার্মেন্ট তাদের নিজ নিরাপত্তা ব্যবস্থা একটি নির্দিষ্ট মানে নিয়ে আসবে। কোনো ব্যবসায়ী এটি আমলে না নিলে তারা ব্যবসা করতে পারবেন না। বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টারি প্রতিনিধি দলকে বিষয়টি অবগত করেছেন বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান। সম্প্রতি বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে তাদের অবগত করার বিষয়টি জানান। তিনি বলেন, প্রতিনিধি দল বিভিন্ন গার্মেন্ট পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছে। একই সঙ্গে পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও তাদের অবগত করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন