শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ঝামেলা বাধিয়ে ছিনতাই অস্ত্রসহ গ্রেফতার ৭

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

তারা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। কখনো রাস্তায় পথচারী, কখনো আবার বাসে কোনো যাত্রীকে ধাক্কা দিয়ে মারামারির পরিস্থিতি সৃষ্টি করে। আবার কখনো ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়া গ্রাহকদেরকে টার্গেট করে পিছু নেয়। এরপর গায়ে পড়ে ঝগড়া করে কেড়ে নেয় টাকা-পয়সা। এমন চক্রের সাত সদস্যকে গতকাল বুধবার অস্ত্রসহ গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার কাছ থেকে এভাবে লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা তদন্ত করতে গিয়ে এ চক্রের সন্ধান পায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মো. রকি (২৪), রফিকুল ইসলাম বাপ্পি (২৭), মো. সাইফুল ইসলাম (৩০), মো. তৌহিদুল ইসলাম তপু (২৪), মো. জসিম উদ্দিন (২২), মো. সাহাবুদ্দিন (৩২), ও মো. তাজুল ইসলাম (৩৪)। তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, দুই রাউন্ড কার্তুজ, একটি ছোরা ও ছিনতাইকৃত ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন