বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

কিরঘিজস্তান-তাজিকিস্তান সীমান্তে গুলি, উত্তেজনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

কিরঘিজস্তানের তরফে জানানো হয়েছে, সীমান্তে তাদের সেনাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তাজিকিস্তানের সীমান্তরক্ষা বাহিনী। এর ফলে ছয়জন আহত হয়েছেন। গত বছরই দুই দেশের মধ্যে রক্তাক্ত সীমান্ত সংঘর্ষে অন্তত ৫০ জন মানুষের মৃত্যু হয়েছিল। কিরঘিজস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি একটি বিবৃতিতে জানিয়েছে, তাজিকিস্তানের পক্ষ থেকে মর্টার, গ্রেনেড লঞ্চার দিয়ে আক্রমণ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ।
বৃহস্পতিবার সকালে তাজিকিস্তানের কিছু মানুষ সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে। পরে অবরোধ তুলে নেয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, কিরঘিজস্তানের সীমান্তে সেনার ওপর তাজিকিস্তানের বাহিনী গুলি চালালে পরিস্থিতির অবনতি হয়। দুই দেশের মিডিয়া জানিয়েছে, গুলির লড়াইয়ের পর দুই দেশের সীমান্তের কাছে গ্রামগুলি থেকে মানুষ ভয়ে পালাতে শুরু করেছেন।
কিরঘিজস্তানের আঞ্চলিক সরকার জানিয়েছে, গুলিতে কউ মারা যাননি। তাজিকিস্তান সীমান্তরক্ষীদের তরফে কোনো মন্তব্য করা হয়নি। তবে স্থানীয় প্রশাসন ফেসবুকে জানিয়েছে, কিরঘিজস্তানের পক্ষ থেকেই সীমান্তের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছিল।
এই সীমান্ত নিয়ে দুই দেশের সমস্যা আছে। দুই দেশই রাশিয়ার বন্ধু দেশ। দুই দেশেই রাশিয়ার সেনা ঘাঁটি আছে। কিন্তু তা সত্ত্বেও দুই দেশের সমস্যা হলো, অনেক জায়গায় সীমান্ত খুবই অস্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। কিছু অঞ্চলকে দুই দেশই নিজেদের বলে দাবি করে। সেজন্যই এখানে জল ও জমি নিয়ে নিয়মিত সীমান্ত সংঘর্ষ হয়। গতবছর সীমান্ত সংঘর্ষে অন্ততপক্ষে ৫০ জন মানুষ মারা গেছিলেন। তীব্র লড়াই হয়েছিল। তখন আশঙ্কা করা হয়েছিল, বড় বিরোধের দিকে এগোচ্ছে এই দুই দেশ। তখন সংঘর্ষ থামলেও এক বছর পর আবার সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। সূত্র : এএফপি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
shirajumazumder ৩০ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম says : 0
Very sorry dear leader of both country if both you cold not understand the conspiracy of others you have chance to loss independency of your country . I am requesting both of you to compromise the matter and equal distribution between the problematic said land . so keep it mind that none is able get into the plot for creating quarrel both of you. For this reason every one should be sacrificing tendency and ideal commitment. for in future never be happened nothing else.
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন