শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের বিজয়

নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি সেক্রেটারীসহ ১১টি পদে জাতীয়বাদী ঐক্য, ৪টি পদে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বিজীয় প্রার্থীরা হলেন, সভাপতি অ্যাডভোকেট আ. রহিম, সিনিয়র সহ-সভাপিত অ্যাডভোকেট সামছুউদ্দিন আহমেদ, সহ-সভাপতি অ্যাডভোকেট আলী হোসেন, সাধারান সম্পাদক অ্যাডভোকেট আজম খান, যুগ্ম সাধারাণ সম্পাদক অ্যাডভোকেট সহীদ উল্লা বাবু, সহ-সাধারান সম্পাদক অ্যাডভোকেট ছারোয়ার উদ্দিন, কোষাধক্ষ্য অ্যাডভোকেট আরিফুল হক, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট ওমর খালিদ, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট আ. খালেক মিরন, সদস্য অ্যাডভোকেট ইদ্রিস মোল্লা, সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম মিয়াজী, অ্যাডভোকেট বিলকিস জাহান সূচী, অ্যাডভোকেট আবুল হাছান।
গত বৃস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্টিত হয়। এতে ৫৮১ জন ভোটারের মধ্যে ৫৫৯ জন ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার ছিলেন এ জেড এম ফারুক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন