সোমবার , ৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৫ যিলক্বদ ১৪৪৪ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তাইওয়ান নিয়ে সামরিক সংঘাতে জড়াতে পারে চীন-যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ১:৫৪ পিএম

যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিন গ্যাং তাইওয়ান প্রসঙ্গে বেশ অস্বাভাবিকভাবে যুদ্ধের প্রতি ইঙ্গিত করে বলেছেন, “তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন ‘সামরিক সংঘাতে’ জড়াতে পারে।”

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সরকারি সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া সাক্ষাৎকারে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘তাইওয়ান ইস্যুটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বারুদবাক্সের সমতুল্য। তাইওয়ান কর্তৃপক্ষ যদি যুক্তরাষ্ট্রের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত হয়ে স্বাধীনতার পথে হাঁটে, (তাহলে) এখানে চীন-যুক্তরাষ্ট্রের মতো বড় দুটি দেশ সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে।’

তাইওয়ানের বর্তমান প্রশাসনকে দোষারোপ করেন চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ও উৎসাহে তারা (তাইওয়ানের প্রশাসন) স্বাধীনতার এজেন্ডা নিয়ে এগোচ্ছে। চীনের সঙ্গে তাইওয়ান কার্ড নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র।’

চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশ মনে করে। গত নভেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশে বলেন, ‘যুক্তরাষ্ট্রের দিক থেকে তাইওয়ানের স্বাধীনতার জন্য কোনো সমর্থন দেওয়া হলে, তা হবে আগুন নিয়ে খেলা। এবং যারা এ খেলা খেলবে, তারা অঙ্গার হয়ে যাবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন