শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় বিএনপির উদ্বেগ

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পবিত্র কাবা শরীফ নিয়ে ‘অবমাননাকর’ পোস্ট দেয়ায় ঘটনার নিন্দা
স্টফ রিপোর্টার : ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে ‘অবমাননাকর’ পোস্ট দেয়ার ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। একই সাথে ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ১৫টি মন্দিরসহ শতাধিক বাড়ি-ঘরে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করেছে দলটি। গতকাল নয়াপল্টনে সংবাদ সম্মেলন থেকে এ নিন্দা জানান।
মন্দিরসহ শতাধিক বাড়ি-ঘরে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, এই ঘটনা পরিকল্পিত। সামাজিক শান্তি, স্থিতিশীলতা ও ধর্মীয় স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। বিএনপির পক্ষে আমি হিন্দু সম্প্রদায়ের মন্দিরে ভাংচুর, লুটপাট ও তাদের জানমালের বিপন্ন হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমি বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের জানমাল ও উপাসনালয়ে আক্রমণ চালিয়ে যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তিনি বলেন, যদিও রসরাজ দাসের বিরুদ্ধে নাসিরনগর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার বিষয়টি সে অস্বীকার করেছে। তারপরেও সত্যিকারের অপরাধের বিষয়টি যাচাই না করে আইন হাতে তুলে নেয়া বর্বরতারই নামান্তর।
হুজুগ সৃষ্টি করে দোষারোপের মাধ্যমে একটি সংঘাতপূর্ণ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে মহল বিশেষের ইন্ধন যুগিয়ে থাকে। বিএনপি সব ধর্মীয় সম্প্রদায়ের ধর্ম বিশ্বাসকে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং দেশের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা বিধান ও ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করতে বদ্ধপরিকর। একই সঙ্গে কাবা শরীফ নিয়ে অবমাননারকর পোস্ট দানকারীদের চিহ্নিত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান সিনিয়র যুগ্ম মহাসচিব।
ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরে হামলা হয়।
শুক্রবার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসের ফেসবুক পাতায় একটি পোস্ট নিয়ে ঘটনার সূত্রপাত বলে স্থানীয়রা জানান। ফেসবুকে রসরাজ ‘ইসলাম অবমাননা করে’ পোস্ট দিয়েছেন বলে অভিযোগ ওঠার পর পুলিশ তাকে শনিবার আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
২০১২ সালে কক্সবাজারের রামুতে ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে যেভাবে বৌদ্ধ বসতিতে হামলা হয়েছিল, একই রকম হামলা রোববার হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
A Z Wantor khan ২ নভেম্বর, ২০১৬, ৯:১৫ এএম says : 0
এই জন্যই আমার বিএনপি কে ভালো লাগে good প্রথম আলো আর bdnews24 পড়া বাদ দিয়েছি কারন ওরা ............ করে।
Total Reply(0)
Asif ২ নভেম্বর, ২০১৬, ১১:৫৬ এএম says : 0
2 opader e punishment dowa uchit
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন