সিরিয়ার উত্তরে আল-বাবে নগরীতে মার্কিন রকেট হামলায় ৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
বুধবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রকেটগুলো নগরীর রাস্তা, হাসপাতালের কাছাকাছি এবং বিভিন্ন জায়গায় আঘাত হানে।
আরও জানা যায়, সিরিয়া-ইরাক সীমান্তে উগ্রবাদী সংগঠন দায়েসের বিরুদ্ধে লড়াইয়ের শেষ পর্যায়ে এ দুর্ঘটনা ঘটেছিল। একবার দায়েস সংগঠনের দ্বারা শাসিত, আল-বাবকে অপারেশন ইউফ্রেটিস শিল্ডে মুক্ত করা হয়েছে। এ হামলাটি তুর্কি সশস্ত্র বাহিনী (টিএসকে) এবং সিরিয়ান ন্যাশনাল আর্মি (এসএনএ) দ্বারা পরিচালিত হয়।
এলাকাটি মুক্ত হওয়ার পর আল-বাবের অধিকাংশ বাসিন্দা শহরে ফিরে এসেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন