হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ হাজার ৭২৬ পিস ইয়াবাসহ এক সউদী আরব প্রবাসীকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা। গতকাল সকালে তার ব্যাগ স্ক্যানিংয়ে এসব ইয়াবা ধরা পড়ে। জানা গেছে, আবদুস সোবহানের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভাস্করখিলা গ্রামে। তার দাবি, পরিচিত একজন তাকে নীল রঙয়ের ব্যাগটি দেয় সউদীতে পৌঁছে দিতে। ওই ব্যাগেই লুকানো ছিল ইয়াবা। গালফ এয়ারের জিএফ-২৪৯ ফ্লাইটে বাহরাইনে ট্রানজিট নিয়ে সউদী আরব যাওয়ার কথা ছিল তার।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান জানান, ভোর ৫টার দিকে হেভি লাগেজ গেট-৫ এ দায়িত্বরত এভসেক স্ক্যানার এএসআই আনিসুর রহমান সউদী আরবগামী ওই যাত্রীর ব্যাগে ইয়াবা জাতীয় বস্তু শনাক্ত করেন। পরে তাকে এভসেক কন্ট্রোলে এনে তল্লাশি করে নীল রঙের হাতব্যাগ থেকে ৮ হাজার ৭২৬ পিস ইয়াবা পাওয়া যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন