চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৭৪ জন। গতকাল শনিবার জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় ৯টি ল্যাবে দুই হাজার ৮৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ। নতুন আক্রান্তে মধ্যে মহানগরীর বাসিন্দা ৪৩৩ জন এবং বাকি ১৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রাম আক্রান্তে সংখ্যা এক লাখ ২২ হাজার ৬৮৫। মারা গেছেন এক হাজার ৩৫৯ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন