শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কারখানা স্থাপনে অধীর আগ্রহে অপেক্ষা করছি

বঙ্গবন্ধু শিল্পনগরে বিজিএমইএ সভাপতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

চট্টগ্রামের মীরসরাই, সীতাকুণ্ড এবং ফেনীর সোনাগাজীর বিশাল এলাকায় গড়ে উঠা বিশেষ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ‘গার্মেন্টস ভিলেজে’ কারখানা স্থাপন করতে উদ্যোক্তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন উল্লেখ করে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, এই অর্থনৈতিক অঞ্চল দেশের শিল্পায়নকে আরো গতিশীল করবে।
গতকাল শনিবার গার্মেন্টস ভিলেজ পরিদর্শনে এসে তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর এই প্রথম গার্মেন্টস ভিলেজে এসেছি। এখানে অবকাঠামোগত উন্নয়ন কাজ পুরোপুরি শেষ হয়নি। কি কি কাজ হয়েছে, কি কি কাজ বাকি আছে- তা নিয়ে আমরা বেজার সাথে বসবো। দ্রুত কাজ কীভাবে শেষ করা যায় সে বিষয়ে আমরা কথা বলবো। তিনি বলেন, গার্মেন্টস ভিলেজের মাটির উচ্চতা নিয়ে অনেকে আপত্তি জানিয়েছেন। রিটেইনিং ওয়াল, ভেতরের সড়ক, ড্রেনেজ সিস্টেমের কাজও শুরু হয়নি। এসব কাজ শেষ হলে আমাদের উদ্যোক্তারা কারখানা স্থাপন করতে পারবেন।বিজিএমইএ সভাপতি বলেন, দেশের রফতানি আয়ের বড় অংশ আরএমজি সেক্টরের হাত ধরে আসে। চট্টগ্রামে বন্দর রয়েছে। মীরসরাই অর্থনৈতিক জোনে গার্মেন্টস ভিলেজ গড়ে তুললে রফতানি কার্যক্রম আরো সহজ হবে। দেশের রফতানি খাত এগিয়ে যাবে। সবুজ কারখানা স্থাপনে বিজিএমইএ গুরুত্ব দিচ্ছে জানিয়ে ফারুক হাসান বলেন, সবুজ কারখানা স্থাপনে বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলাদেশ। এজন্য বিজিএমইএ পুরস্কারও পেয়েছে। মীরসরাইয়ের গার্মেন্টস ভিলেজেও আমরা পরিবেশবান্ধব কারখানা গড়ে তুলবো।
এ সময় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বেজার উপ-সচিব ইঞ্জিনিয়ার মো. আহসান উল্লাহসহ বিজিএমইএ এবং বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএন্ডএফ এসোসিয়েশনের সাথে মতবিনিময় বিজিএমইএ ও সিএন্ডএফ এসোসিয়েশন নেতাদের এক মতবিনিময় গতকাল শনিবার আগ্রাবাদ সিএন্ডএফ টাওয়ারস্থ এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান রফতানি বৃদ্ধিতে দুই সংগঠন এক সাথে কাজ করার অঙ্গিকার করেন। সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেনের সভাপতিত্বে এবং প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি যথাক্রমে মো. শহীদ উল্ল­াহ আজিম, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ নাছির উদ্দিন, রাকিবুল আলম চৌধুরী, সাবেক প্রথম সহ-সভাপতি এস এম আবু তৈয়ব, নাসির উদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন