শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রেড ক্রিসেন্টের নবনিযুক্ত মহাসচিব কাজী শফিকুল আযম

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম। গতকাল রোববার সকালে তিনি সোসাইটির জাতীয় সদর দফতরে যোগদান করেন। নবনিযুক্ত মহাসচিব হিসেবে তাকে স্বাগত জানান সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহ্হাব। এসময় সোসাইটির উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম সহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে নবনিযুক্ত মহাসচিবকে অভিনন্দন জানানো হয়।

কাজী শফিকুল আযম ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারে যোগদান করে ৩৭ বছরের সুদীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিশ্বব্যাংক, এডিবি, আইডিবিসহ বিভিন্ন উন্নয়ন সংস্থায়ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

কাজী শফিকুল আযম মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি চৌগাছী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, মাগুরা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে স্নাতোকত্তর ডিগ্রী লাভ করেন। এছাড়াও অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ রয়েছে তার। কর্মজীবনের বাইরে তিনি একজন খ্যাতনামা লেখক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন