প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, সমাজসেবক, সাবেক মন্ত্রী, দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মরহুম সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মান্নান (রহ.) আমত্যু দেশ ও মানুষের খেদমতে নিবেদিত ছিলেন। এদেশের শিক্ষকের মুখে হাসি ফোটাতে মরহুম হযরত মাওলানা এম. এ মান্নান (রহ.) যে ত্যাগ স্বীকার করে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক ও কালজয়ী এক মহান ব্যক্তিত্ব।
মাওলানা এম. এ মান্নান (রহ.) -এর ১৬তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে গতকাল তারই প্রতিষ্ঠিত রাজধানীর মহাখালীর মসজিদে গাউছুল আজমে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে ঈসালে সাওয়াব মাহফিল ও আলোচনা সভায় বক্তরা এ কথা বলেন।
মাহফিলে সভাপতিত্ব করেন মরহুম মাওলানা এম এ মান্নান (রহ.) এর বড় ছেলে, দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন। এরপূর্বে বাদ জোহর থেকে আসর পর্যন্ত মরহুমের রূহের মাগফিরাত কামনায় বেশ কয়েকবার কোরআনখানী, খতম ও সাওয়াব রেসানী হয়। বাদ আসর সম্মিলিত জিয়ারাতের পর মাগরিব থেকে মূল আলোচনা শুরু হয়। এছাড়া মতিঝিলের টিকাটুলিতে দৈনিক ইনকিলাব ভবনে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত মরহুম মাওলানা এম এ মান্নান (রহ.) এর জিবনীর উপর বিশিষ্ট ইসলামি চিন্তাবীদ, মুফাস্সির, মুহাদ্দীস, গবেষক ও মিডিয়া ব্যাক্তিত্বগণ ব্যাপক আলোচনা করেন। এসময় আলোচকবৃন্দ বলেন, মরহুম মাওলানা এম এ মান্নান (রহ.) ছিলেন ইসলামী চিন্তাবিদ, দার্শনিক,বিচক্ষণ রাজনীতিক এক মহান ব্যক্তিত্ব। তার দক্ষতা, প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিল বিরল। বর্ণাঢ্য ও বৈচিত্রপূর্ণ জীবনের অধিকারী মরহুম মাওলানা এম এ মান্নান (রহ.) আমত্যু দেশ ও মানুষের খেদমতে নিবেদিত ছিলেন। তার জীবন পরিসরে তিনি যেসকল মহৎ কাজ করেগেছেন, জাতির ও জনকল্যাণে যে ভূমিকা পালন করেছেন তা এই সল্প সময়ে আলোচনা সম্ভব নয়। দেশ ও জনগণ এবং ইসলামী চিন্তা-চেতনা ও মূল্যবোধের প্রচার-প্রসার এবং তা ধরে রাখার ক্ষেত্রে তার নিরলস শ্রম-সাধনা, ধ্যান-জ্ঞান, উদ্যোগ, বাস্তবায়ন যেমন মাইলফলক হয়ে রয়েছে, ঠিক তেমনি অনুসরণীয় হয়ে থাকবে আজীবন। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি দেশ, জাতি, শিক্ষা ও ইসলামের সেবায় অতিবাহিত করেছেন। দেশের অসংখ্য স্কুল কলেজ ও মাদরাসার অধিকার বঞ্চিত হাজার হাজার শিক্ষকের মুখে হাসি ফোটাতে মরহুম মাওলানা এম. এ মান্নান (রহ.) যে ত্যাগ স্বীকার করে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে । তিনি আলেম ওলামা, পীর মাশায়েখ ও শিক্ষক সমাজের শ্রদ্ধেয় পথিকৃত ছিলেন। উনাদের পক্ষ থেকে কেরামত পর্যন্ত ঈসালে সওয়াব মরহুমের নিকট পৌঁছতে থাকবে। সবশেষে তেজগাঁও মদিনাতুল উলুম মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাকের দুয়া ও মুনাজাতের মাধ্যমে মাহফিল ও আলোচনা সভার সমাপ্তি হয়।
আয়োজিত এ ঈসালে সাওয়াব মাহফিল ও আলোচনা সভার সঞ্চালক জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী বলেন, দেশের সার্বিক দিক বিবেচনায় ও সরকারি বিধি মোতাবেক সল্প জনসমাগম ও সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এ অনুষ্ঠান সমাপ্ত করতে হচ্ছে। আশা করছি দেশের পরিস্থিাতি স্বাভাবিক হলে আগামী বছর যথাযোগ্য ভাবগাম্ভীর্য বজায় রেখে পূর্বের ন্যায় অত্যন্ত জাকজমকভাবে মরহুম হুজুরের ওফাত বার্ষিকী পালন করা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, ইছালে ছওয়াব মাহফিলে যারা অংশ নেন তারাও ছওয়াবের অংশ পান আর এটাই হচ্ছে ইছালে ছওয়াব মাহফিলের বিশেষত্ব।
তিনি বলেন, আজকে ইছালে সওয়াব মাহফিল মরহুম মাওলানা এম. এ মান্নান (রহ.) এর প্রতিষ্ঠিত মহাখালির মসজিদে গাউসুল আজমেই অনুষ্ঠিত হচ্ছে। মরহুম হুজুরের বিশেষ অবদানের মধ্যে রয়েছে শত শত মাদরাসা প্রতিষ্ঠা, লাখ লাখ মাদরাসা শিক্ষকদের জন্য প্রতিষ্ঠিত জমিয়াতুল মোদার্রেছীন এবং ইসলামী অঙ্গনের জন্য প্রতিষ্ঠিত দৈনিক ইনকিলাব। তার এই সমস্ত নেক কাজের জন্য আজীবন সওয়াব পেতেই থাকবেন। অসংখ্য স্কুল কলেজ ও মাদরাসার অধিকার বঞ্চিত হাজার হাজার শিক্ষকের মুখে হাসি ফোটাতে মরহুম মাওলানা এম. এ মান্নান (রহঃ) যে ত্যাগ স্বীকার করে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে আজীবন। তিনি আলেম ওলামা, পীর মাশায়েখ ও শিক্ষক সমাজের শ্রদ্ধেয় অবিসংবাদিত নেতা। মরহুম মাওলানা এম এ মান্নান (রহ.) ছিলেন বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক ও কালজয়ী এক মহান ব্যক্তিত্ব।
ঈসালে সাওয়াব মাহফিল ও আলোচনা সভা আরো বক্তব্য রাখেন, ফুরফুরা শরীফের পীর সাহেব, তুরাগ সাহেব আলী আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো: ছাদেক হাসান, মসজিদের গাউছুল আজম কমপ্লেক্সের ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা নূরুল হক, আলহাজ্ব হাফেজ মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
চট্টগ্রাম ব্যুরোর দোয়া মাহফিল :
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি, সাবেক ধর্ম এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, মসজিদে গাউসুল আজম ও দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা এম এ মান্নান (রহ.) এর ১৬তম ওফাত দিবসে গতকাল দৈনিক ইনকিলাব চট্টগ্রাম ব্যুরোর আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার শাহী জামে মসজিদে বাদ আছর অনুষ্ঠিত মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মো. রাকিবুল ইসলাম। মোনাজাতে মাওলানা এম এ মান্নান (রহ.) এর রূহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং সেইসাথে দৈনিক ইনকিলাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। মাহফিলে দৈনিক ইনকিলাব চট্টগ্রাম ব্যুরোর সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ শরিক হন।
ইসলামী ঐক্যজোটের দোয়া মাহফীল : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক মন্ত্রী ও দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা এম. এ মান্নান (রহ.) বাংলাদেশে ইসলামী রাজনীতি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা পালন করে জাতীয় জীবনে এক মহান নেতার স্থান অধিকার করেছেন। তিনি মাদরাসা শিক্ষার উন্নয়নে অসাধারণ অবদান রাখায় অবিস্মরণীয় হয়ে থাকবেন। দেশে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার ক্ষেত্রে তাহার অবিরাম চেষ্টা ও সাধনা চিরস্মরণীয় হয়ে থাকবে। মাওলানা এম.এ মান্নান রাষ্ট্র পরিচালনায় এবং দেশে ইসলামী গণতান্ত্রিক শক্তিসমূহকে ঐক্যবদ্ধ করার একজন দিক নির্দেশক ছিলেন। তিনি দেশে পীর বুজুর্গ ওলামায়ে কেরামগণের মধ্যমনি হিসেবে আজীবন কাজ করেছেন। তিনি ছিলেন ইসলামী অঙ্গনে একজন অদ্বিতীয় মহান নেতা।
গতকাল রোববার দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা মাওলানা এম. এ মান্নান (রহ.) এর ওফাত দিবস উপলক্ষ্যে ইসলামী ঐক্যজোটের সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকিব অ্যাডভোকেট এসব কথা বলেন। ইসলামী ঐক্যজোটের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি মুফতি আব্দুল করিম হক্কানী, সাধারণ সম্পাদক ইলিয়াছ বিন রিয়াছত ও মাওলানা মঞ্জুরুল ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন