রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এতে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীদের এজাহার নামীয় ৬১ জন ও অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার পল্টন থানার এসআই মো. কামরুল হাসান বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় নামধারী ৬১ আসামির মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যাত্রাবাড়ী থানা বিএনপির কর্মী মোহাম্মদ আলী মান্নান, মো. মফিকুল ইসলাম, সোহেল শিকদার, সুনীল রবি দাস, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, গত রোববার সন্ধ্যায় পল্টনে ছাত্রদল মিছিল নিয়ে বের হলে পুলিশ বাঁধা দেয়। এতে মিছিলে অংশ নেয়া নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। ঘটনাস্থল থেকে আমরা ২৩ জনকে আটক করেছি। তাদের সোমবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। গত রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পুলিশের হামলায় ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন