বিরাজমান অবস্থায় সম্ভাব্য খাদ্য সঙ্কট মোকাবেলায় সব ধরনের সিন্ডিকেট এবং দুবৃত্তদের লুটপাট ও কারসাজি বন্ধের দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। একই সাথে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে অসহায় ও বিপর্যস্ত কয়েক কোটি মানুষের জীবন সুরক্ষায় রেশনিং ব্যবস্থা চালুসহ ৬ দফা দাবি জানিয়েছেন তিনি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
আ স ম আবদুর রব বলেন, তেল ও চালডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতি সরকার এবং সিন্ডিকেটের আঁতাতে সৃষ্ট বিপর্যয়। এ অবস্থা চলতে থাকলে সম্ভাব্য খাদ্য সঙ্কট অত্যাসন্ন।
তিনি বলেন, প্রায় প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধির অপরিণামদর্শী অপকৌশল জনগণকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের সার্বিক ব্যর্থতায় জনগণের ক্রয় ক্ষমতা এমন এক পর্যায়ে নেমে গেছে যা মানুষকে খাদ্য ও অনাহারের ঝুঁকিতে ফেলেছে। এটি দেশের সার্বিক খারাপ অবস্থার খন্ড চিত্র মাত্র।
জেএসডি নেতা বলেন, করোনা পরিস্থিতির কারণে কাজ হারিয়ে কয়েক কোটি মানুষ সীমাহীন আর্থিক দুরবস্থায় নিমজ্জিত। নতুন করে ভোজ্যতেল বিশেষত যে তেল মানুষ ব্যবহার করে সয়াবিন ও পাম অয়েলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও বিপন্ন করে তুলবে। এ অবস্থায় সম্ভাব্য খাদ্য সঙ্কট মোকাবেলায় সকল ধরনের সিন্ডিকেট এবং দুবৃত্তদের লুটপাট ও কারসাজি বন্ধ করতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন