শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ভাষা শহীদ ভাষা সৈনিকৎ লও সালাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

মহান একুশ শুধু এখন বাঙালিদের নয়, একুশ এখন সারা বিশ্বের মানুষের। ভীষণ এক বিস্ফোরণের নাম এই একুশ। ১৯৫২ সালের এ দিনটি নব উচ্চতায় আসীন করেছে বাঙালিকে। বাংলা ভাষাকে এবং অতি অবশ্যই আজকের বাংলাদেশকে। ফেব্রুয়ারি এলে তাই গর্বে বুক ভরে ওঠে সবার। ঐতিহাসিক সেই বায়ান্নর ফেব্রুয়ারির প্রতিটি দিনই ছিল আন্দোলনমুখর। এই আন্দোলনমুখরতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। ভাষার দাবিতে ঢাকার রাজপথে কয়েকটি তাজা প্রাণ ঝরে গিয়ে জন্ম দেয় এক করুণ ইতিহাসের। ২১ ফেব্রুয়ারি। বিকাল ৩টা। এর আগেই সকালে ১৪৪ ধারা ভঙ্গের ঘটনাটি ইতিহাসের বাঁক ঘুরিয়ে দেয়। পৃথিবীর ইতিহাসে স্থান করে নেয় আরেকটি বর্বরতার ঘটনা। সে দিনের সেই ঘটনা ও পুলিশের তাণ্ডব দমিয়ে রাখতে পারেনি বিক্ষুব্ধ জনতাকে। ভাষা আন্দোলন কলাভবন এলাকা থেকে স্থানান্তরিত হয়ে চলে আসে মেডিকেল হোস্টেল প্রাঙ্গণে। হোস্টেলের চারপাশেই পুলিশ-ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলে। এক পক্ষের হাতিয়ার লাঠি, টিয়ারগ্যাস, অন্যপক্ষের হাতে ইট পাটকেল-এমনই এক সময় কোন রকম সতকর্তা ছাড়াই পুলিশ হোস্টেল প্রাঙ্গণে জড়ো হওয়া ছাত্রদের ওপর গুলি চালায়। পুলিশের গুলি সরাসরি একজনের মাথায় গিয়ে লাগে এবং উঠে যায় মাথার খুলি। এভাবেই একের পর এক প্রাণের বিনিময়ে অর্জন হয় বাংলা ভাষা। এই ভাষা ও একুশ এখন কেবল বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নাই। একুশ এখন সারা বিশ্বের মানুষের। পৃথিবীর মানুষেরা আমাদের মতোই গভীর ভালবাসা ও ভাষা শহীদদের প্রতি পরম শ্রদ্ধা রেখেই দিবসটি পালন করে। আর এই ভাষার মাস ফেব্রুয়ারির স্মরণে প্রতিবছর একুশের চেতনাকে ধারণ করে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন