আন্তর্জাতিক মঞ্চে উদ্বেগ বাড়াচ্ছে ইউক্রে ও রাশিয়ার মধ্যে চলা সংঘাত। মস্কোর আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যুদ্ধংদেহি আমেরিকা। প্রশ্ন উঠছে, এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? এমন পরিস্থিতিতে পোল্যান্ডে ন্যাটো জোটকে আরও মজবুত করতে অতিরিক্ত ৩ হাজার ফৌজ পাঠানোর কথা ঘোষণা করল আমেরিকা। শুক্রবার ওয়াশিংটন জানিয়েছে রাশিয়ার আগ্রাসনের কথা মাথায় রেখে আগামী সপ্তাহেই পোল্যান্ডের উদ্দেশে রওনা দেবে ৩ হাজার মার্কিন সেনা। গত জানুয়ারি মাসেই পোল্যান্ডে ফৌজ পাঠানোর কথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তারপর থেকেই আমেরিকার অত্যাধুনিক সেনাদল ‘৮২হফ অরৎনড়ৎহব উরারংরড়হ’-কে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। ফেব্রুয়ারির ২ তারিখ পোল্যান্ড ও জার্মানিতে ২ হাজার মার্কিন সেনা মোতায়েন করার কথা জানায় পেন্টাগন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার। সংবাদ সংস্থা এএফপি-কে এক মার্কিন আধিকারিক বলেন, “পূর্ব ইউরোপে ন্যাটো জোটের অন্তর্গত আমাদের মিত্র দেশগুলিকে আশ্বস্ত করতে এই ফৌজ মোতায়েন করা হয়েছে।” টাইমস নাউ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন