কর্পোরেট রিপোর্টার : রাজস্ব আয় বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র। চলতি অর্থবছরের অক্টোবর মাসে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে। এ সময়ে ডিএসই থেকে মোট রাজস্ব আদায় হয়েছে সাড়ে ১৫ কোটি টাকা। যা আগের মাসের তুলনায় প্রায় ৪৪ শতাংশ বেশি। ডিএসই সূত্রে জানা গেছে, গত কয়েক মাসের ব্যবধানে অক্টোবরে পুঁজিবাজারে চাঙ্গাভাব বিদ্যমান ছিল। সরকারের নানামুখী উদ্যোগের ফলে দেশী বিনিয়োগকারীর পাশাপাশি বিদেশিরাও ঝুঁকেছেন এখানে। ফলে লেনদেনে একটি গতির সঞ্চার হয়েছিল। যার ফলে সরকার এ খাত থেকে আগের মাসের তুলনায় রাজস্ব বেশি পেয়েছে। তবে এ ইতিবাচক ধারবাহিকতা বিদ্যামান থাকলে চলতি মাসে রাজস্ব আদায় আরও বাড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
সূত্র মতে, অক্টোবর মাসে বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডার এবং ব্রোকারেজ হাউসের শেয়ার বিক্রির ওপর ভিত্তি করে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৬৬ হাজার ৭৪৪ টাকা। যা সেপ্টেম্বর মাসে ছিল ১০ কোটি ৮৭ লাখ ১৪ হাজার ২১৩ টাকা। সে হিসেবে এক মাসের ব্যবধানে ডিএসই থেকে সকাররের ৪ কোটি ৭৫ লাখ ৫২ হাজার ৫৩১ টাকা বা ৪৩.৭৪ শতাংশ রাজস্ব বেশি এসেছে। এরমধ্যে অক্টোবর মাসে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ডিএসইর রাজস্ব আদায় বেড়েছে দিগুণেরও বেশি। সেপ্টেম্বরে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ২ কোটি ১৮ লাখ ২০ হাজার ৩৮৬ টাকার রাজস্ব আদায় করা হয়েছিল। তবে অক্টোবর এর পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৬ লাখ ৬১ হাজার ৭৭০ টাকা। সেই হিসাবে রাজস্ব আদায় বেড়েছে ২ কোটি ৮৮ লাখ ৪১ হাজার ৩৮৪ টাকা বা ১৩২.১৭ শতাংশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন