শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শেবাচিমে কর্মচারী নিয়োগ কেলেংকারি : তালা ভেঙে কাগজপত্র উদ্ধার

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৫ তলার একটি কক্ষের তালা ভেঙে কর্মচারী নিয়োগ কেলেংকারির কাগজপত্র উদ্ধার করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভাঙার পর ওই কক্ষে নিয়োগ সংক্রান্ত যে সকল কাগজপত্র পাওয়া গেছে সেগুলো জব্দ করা হয়েছে।
নিয়োগ কেলেংকারির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবদুল জলিল ওই কক্ষটি ব্যবহার করতেন। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম জানান, নিয়োগ সংক্রান্ত জব্দ করা কাগজপত্র দুর্নীতি দমন কমিশন-দুদক-এর বরিশাল দফতরে হস্তান্তর করা হবে।  হাসপাতালটির ২২৬ জন কর্মচারী নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্র গত ১০ অক্টোবরের মধ্যে দুদকের বরিশাল দফতরে জমা দেবার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু নিয়োগ সংক্রান্ত ঐসব কাগজপত্র সাময়িক বরখাস্ত হওয়া তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা আবদুল জলিলের কাছে থাকায় সেগুলো হস্তান্তর করা যায়নি। কাগজপত্র বুঝিয়ে দেয়ার জন্য জলিলকে বারবার তাগিদ দেয়া হলেও তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কোন যোগাযোগ করেননি বলে জানা গেছে। হাসপাতালের পরিচালক আরও জানান, কাগজপত্র উদ্ধরের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হাসপাতালের ৫ম তলায় দন্ত বিভাগের পাশের একটি কক্ষের তালা ভেঙে নিয়োগ সংক্রান্ত কাগজপত্র জব্দ করেন। এর আগে গত ১৭ অক্টোবর  বরিশাল দুদকের উপ-পরিচালক মতিউর রহমান হাসপাতালে গিয়ে পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করলে পরিচালক তার কাছে থাকা কিছু কাগজপত্র দুদক কর্মকর্তার হাতে তুলে দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন