বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিএইচ হারুন এমপি’র নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল রিয়াদ যাচ্ছে কাল

সউদী স্পীকারের আমন্ত্রণ

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সউদী মজলিসে শূরার স্পীকার ড. আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল-শেখ-এর আমন্ত্রণে বাংলাদেশ-সউদী সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ বজলুল হক হারুন এমপি’র নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট সংসদীয় প্রতিনিধি দল আগামীকাল শনিবার রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। গত জুন মাসে সউদী আরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরের পর উভয় দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়গুলো আরো এগিয়ে নেয়া এবং সউদী আরবে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যেই এ সংসদীয় প্রতিনিধি দল সউদী আরবে যাচ্ছে। সফররত প্রতিনিধি দল সপ্তাহব্যাপী এ সফরকালে সউদী মজলিসে শূরার প্রধান স্পীকার, শ্রমমন্ত্রী, ধর্মমন্ত্রী ও হজমন্ত্রীর সাথে পৃথক পৃথক দ্বি-পাক্ষিক বৈঠক করবেন। বিএইচ হারুন এমপি গতকাল বৃহস্পতিবার বনানীস্থ তার দপ্তরে সউদী সফর প্রসঙ্গে ইনকিলাবকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সউদী আরবে সফরের পর ভ্রাতৃপ্রতীম উভয় দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে। সউদী সরকার বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে নারী-পুরুষ কর্মী নিতে শুরু করেছে। তিনি বলেন, সউদীতে সফরকালে বাংলাদেশের জন্য ২০১৭ সালের হজযাত্রীর কোটা বৃদ্ধি জোরালো অনুরোধ জানানো হবে। বিএইচ হারুন এমপি বলেন, দুই দেশের সংসদের অভিজ্ঞতা বিনিময়, শ্রমবাজার সম্প্রসারণ ও শৃংখলায় সহযোগিতা এবং বাংলাদেশে সউদী বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হবে। তিনি বলেন, জেদ্দায় ওআইসি’র নবনিযুক্ত মহাসচিব ইউসুফ বিন আহমদের সাথে বৈঠকে মিলিত হবে। বৈঠকে মুসলিম উম্মাহ’র স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিএইচ হারুন বলেন, সউদী বাদশাহ সালমান মুসলিম উম্মাহ’র স্বার্থ রক্ষায় বিরাট ভূমিকার রাখছেন। তিনি সউদী বাদশাহ’র দীর্ঘায়ু কামনা করেন। এ সফর সম্পর্কে আগামী কাল শনিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএইচ হারুন এমপি।
সউদী সফরে সংসদীয় প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন, এ কে এম আউয়াল সাইদুর রহমান এমপি, নুরুল ইসলাম এমপি, তালুকদার মোহাম্মদ ইউনুস এমপি, নজরুল ইসলাম বাবু এমপি ও জনশক্তি রফতানিকারকদের একমাত্র সংগঠন বায়রার সভাপতি বেনজীর আহমেদ। এছাড়া সউদী আরবে এ প্রতিনিধি দলের সাথে যোগ দিবেন সউদী আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।







 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন