শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

আবুধাবিতে এরদোগানের সম্মানে জমকালো নৈশভোজ

প্রথম দিনে ১৩টি চুক্তি স্বাক্ষরিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

প্রায় এক দশক পর সোমবার দুদিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের আমন্ত্রণে এরদোগানের এই সফর। খবর আনাদোলুর। সফরের প্রথম দিন সোমবার রাতে এরদোগানের সম্মানে জমকালো এক নৈশভোজের আয়োজন করা হয়। আবুধাবিতে পৌঁছলে সোমবার তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তাকে যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়। এরদোগান সেখানে পরিদর্শন বইয়ে লেখেনÑ ‘আমার প্রিয় ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের আমন্ত্রণে আমিরাত সফরে আসতে পেরে খুবই আনন্দিত। আমি আশা করি এখানে আমরা দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের কল্যাণে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা চুক্তি করতে পারব।’ সোমবার এরদোগানের সফরের প্রথম দিনে আমিরাতের সঙ্গে ১৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ক‚টনীতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক ইস্যু ছাড়াও দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়। সফরের শেষ দিনে মঙ্গলবার দুবাই এক্সপো পরিদর্শন করেন এরদোগান। এক দশক আগে কথিত আরব বসন্ত শুরুর পর মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে নামে তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। এর অংশ হিসেবে লিবিয়ার গৃহযুদ্ধে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, একইভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতেও দুই দেশের অবস্থান দুই মেরুতে। শুধু সিরিয়া ইস্যুতে দুই দেশের অবস্থান অনেকটা এক বিন্দুতে ছিল। গত বছরের আগস্টে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জানান, তার দেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক উন্নত হচ্ছে, যার ধারাবাহিকতায় আমিরাত তুরস্কে ১০ বিলিয়ন ডলারের বড় ধরনের বিনিয়োগ করতে পারে। আনাদোলু।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
shirajumazumder ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১১:১২ এএম says : 0
What you write on the visiting book or not that is not the matter .After so long both you meet one each other. It will be outstanding task if you able to understand the all through problem all over Muslim society .And Impartially could be possible to solve all the issues by sitting one plat form . Thought it Very immediately and how could be Proceeds ahead with much development in all respect along with exercise on our Religion. Un less refrain or return our attitude continuing we to all will have been suffering by the other. Dear all go ahead according to direction of Quran There will no chance interrupted by the others. Still I could not SEE any thing Which is more scientific then the existing science is in the world. Only Need Regularly pray to Almighty ALLAH and Follow the system of how can be modify the innovative some thing Which will be need for coming days Though seems it little but the product is more valuable. INSHALLAH you will be shine up to mark. Need Research
Total Reply(0)
jack ali ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৩৩ এএম says : 0
মানুষ খেতে পায় না আর উনারা জমকালো ভোজের আয়োজন করেছে কি জবাব দিবে তোমরা আল্লাহর কাছে মরে গেলে দেখো কি হয়
Total Reply(0)
Md. Azad hossain ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৪৫ পিএম says : 0
হে আল্লাহ পৃথিবীতে মুসলমানের একমাত্র নেতা এরদোগানকে নেক হায়াত দান করুরন । তার কারনে মুসলমান একটু শন্তিতে বসবাস করছে। আমিরাত এরদোগানের কোন ক্ষতি করবে না তো?
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন