সাউথইস্ট ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় সম্প্রতি ভালুকা ময়মনসিংহে অবস্থিত ভালুকা মডেল থানাকে একটি ডাবল কেবিন পিকআপ ভ্যান অনুদান হিসেবে প্রদান করেছে। সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, এসএম মঈনুদ্দীন চৌধুরী বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম এর নিকট পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন এবং এ সময় ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল উপস্থিত ছিলেন। এছাযমুনা ব্যাংক লিমিটেডের টাঙ্গাইল শাখা উদ্বোধনড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা এবং ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-অর-রশিদ উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে অনুদানের এই ক্ষুদ্র প্রচেষ্টা বাংলাদেশ পুলিশের দৈনন্দিন কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে এবং ভালুকা মডেল থানা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন