শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নার্গিসের বাম হাতে শিগগিরই অস্ত্রোপচার

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন নার্গিস বাম হাত-পা অল্প অল্প নড়াতে পারছেন। দুই-তিন দিনের মধ্যে নার্গিসের বাম হাতের অস্ত্রোপচার হতে পারে বলেও জানিছেন নার্গিসের বাবা মাশুক মিয়া। গতকাল শুক্রবার নার্গিসের বাবা মাশুক মিয়া বলেন, ‘নার্গিসের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। ডাক্তাররা জানিয়েছেন আগামী সোম-মঙ্গলবারের দিকে নার্গিসের বাম হাতের অস্ত্রোপচার করা হতে পারে। নার্গিস ডাক দিলে চোখ খুলে তাকায়, কথা বলে। তবে মাঝে মধ্যে কাউকে চিনতে পারে না, খেতে চায় না।’ এছাড়া নার্গিসের মাথায় ফের অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ক্রেনিওপ্লাস্টি বোন ফ্ল্যাপ রিপ্লেস অর্থাৎ মাথার খুলির খুঁত বা বিকৃতি ঠিক করা হবে এ অস্ত্রোপচার করে।
স্কয়ার হাসপাতালের নিওরো সার্জারির অ্যাসোসিয়েট কন্সালটেন্ট ডা. এ এম রেজাউস সাত্তার জানান, ‘আমরা নার্গিসের মাথায় আরেকটা অপারেশনের করবো ২ সপ্তাহ পরে। নতুন করে মাথার খুলির বোন রিপ্লেস করবো।’
প্রসঙ্গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের (ডিগ্রি) ছাত্রী নার্গিসকে চাপাতি দিয়ে কোপায় ছাত্রলীগ নেতা বদরুল আলম। প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর খাদিজাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে আনা হলে ৪ অক্টোবর খাদিজার মাথায় অস্ত্রোপচার হয়। হামলার সময় মাথার আঘাত ঠেকাতে গিয়ে দুই হাতেও আঘাত লাগে নার্গিসের। ১৭ অক্টোবর তার ডান হাতে অস্ত্রোপচার হয়। স্কয়ার হাসপাতালের অর্থপেডিক্সের চিকিৎসক ডা. মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে তার হাতে অস্ত্রোপচার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন