শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ভোটের মুখে জঙ্গি হামলার আশঙ্কা আমেরিকায়

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই আমেরিকার কয়েকটি শহরে হামলা চালাতে পারে আল-কায়দা। এমনটাই আশঙ্কা করছেন মার্কিন গোয়েন্দারা। স্থানীয় পুলিশ-প্রশাসনকে সতর্ক করে গোয়েন্দারা জানিয়েছেন, নিউ ইয়র্ক, টেক্সাস ও ভার্জিনিয়া শহরকে টার্গেট করেছে আল-কায়দা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগের দিন সোমবার সম্ভাব্য হামলার আশঙ্কা করা হচ্ছে। উল্লিখিত শহরগুলোর ঠিক কোথায় কোথায় হামলা হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য অবশ্য গোয়েন্দাদের কাছে নেই। তবুও সতর্ক থাকতে বলা হয়েছে, এ সংক্রান্ত জয়েন্ট টাস্কফোর্সকে। এ বিষয়ে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা দফতর কিছু জানাতে চায়নি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন