শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ইরাকে গৃহহীন মানুষের বহরে বোমা বিস্ফোরণে নিহত ১৮

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের সালাহউদ্দীন প্রদেশে গৃহহীন মানুষের একটি গাড়ি বহরে বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শুক্রবার রাস্তার পাশে ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের পেতে রাখা বোমা বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। শনিবার প্রদেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, আইএসের দখলে থাকা একটি শহর থেকে এসব মানুষ পালিয়ে যাচ্ছিলেন। তারা সালাহউদ্দীন প্রদেশের পূর্বে আলম শহরের শরণার্থী শিবিরে যাচ্ছিলেন। রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমার ওপর দিয়ে পুলিশের একটি গাড়িবহর যাওয়ার সময় তা বিস্ফোরিত হয়। এই ঘটনায় ৪ পুলিশ আহত হয়েছে। এছাড়া আরও যারা আহত হয়েছেন তাদের অধিকাংশই নারী ও শিশু।
কর্নেল নেমা আল-জাবৌরি জানান, নিহতদের মধ্যে ১৭ গৃহহীন মানুষ রয়েছেন এবং টহল গাড়ি বিস্ফোরিত হলে এক পুলিশও নিহত হয়েছেন।
পুলিশের এই গাড়ি বহরেই স্থানীয় আতঙ্কিত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছিলেন। আইএস জঙ্গিরা কিরকুক নগরীর হাউইজাহ শহরটি দখল করে রেখেছে। সেখানে তারা বেসামরিক লোককে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। জঙ্গিরা তাদের বাড়ি ছেড়ে অন্য স্থানে যেতে বাধা দিচ্ছে। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন