চাঁদপুরের নতুন বাজার রহমতপুর আবাসিক এলাকা ভূঁইয়া বাড়ীস্থ মিসেস হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত মৌলভী আব্দুল জব্বার হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র মো. আব্দুল্লাহ আল রাকিব মাত্র ৭ মাস ২১ দিনে পবিত্র কোরআন হিফজ করার অনন্য কৃতিত্ব অর্জন করেছে।
আল্লাহ তায়ালার খাছ রহমত এবং শিক্ষক হাফেজ আলী আহমদ শেখ ও হাফেজ নূরে আলম নাহিয়ান এর বিশেষ তত্ত¡াবধানে এবং তার পিতামাতার দোয়ায় আব্দুল্লাহ আল রাকিব স্বল্প সময়ে কোরআন হিফজ সম্পন্ন করেছে। সে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের হাফেজ ও আলেম হয়ে দেশ ও জাতির খেদমত করতে চায়। তার জীবন সুন্দর ও সাফল্যমÐিত করতে তার পিতা মো. মিযান মুন্সি সকলের কাছে দোয়াপ্রার্থী। মহান আল্লাহ তাকে কবুল করুন। আমিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন