ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরি কমিটি নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ভোট গ্রহণ করা হয়। বুধবার প্রথম দিনের মতো ভোট গৃহিত হয়। এবারের নির্বাচনে ১৯ হাজার ৮৪৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু। ভোট গ্রহণ সম্পর্কে তিনি বলেন, অত্যন্ত স্বতস্ফূর্তভাবে আইনজীবীগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন গণনার পর ফলাফল ঘোষণা করা হবে।
ঢাকা বার সূত্র জানায়, নির্বাচনে যথারীতি আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত নীল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। সাদা প্যানেলের সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো: ফিরোজুর রহমান মন্টু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন