শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নবীনবরণ অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবাল নোটবই ও কোচিং শিক্ষার্থীর মেধা বিকাশকে বাধাগ্রস্ত করছে

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, জ্ঞানই হচ্ছে শক্তি ও সম্পদ। জ্ঞানের চেয়ে বড় সম্পদ নেই। দেশে চার কোটি ছাত্র-ছাত্রী পড়াশুনা করে। তারা যদি সঠিকভাবে জ্ঞানার্জন করে, তবেই দেশ ও জাতি সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। জ্ঞান অর্জন করতে হলে বইয়ের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। বই পড়লে মগজ ভালো থাকবে। পক্ষান্তরে বেশি বেশি টেলিভিশন দেখলে মগজ ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, নোটবই, সাজেশন, কোচিং সেন্টার কেন্দ্রিক লেখাপড়া শিক্ষার্থীর মেধা বিকাশের পথকে বাধাগ্রস্ত করছে। মূল পাঠ্যবই না পড়ে নোটবই, সাজেশন ইত্যাদি পড়ার কারণে শিক্ষার্থীদের চিন্তাশক্তি লোপ পাচ্ছে। এটা দেশ ও জাতির জন্য খুবই ক্ষতিকর। তিনি গতকাল শনিবার নরসিংদীর পাচঁদোনা ড্রিম হলিডে পার্কে জেলার তারকা শিক্ষাপ্রতিষ্ঠান নরসিংদী মডেল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী মডেল কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো: জাকারিয়া প্রধান।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসীম উদ্দীন হায়দার। প্রধান আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম হিরন। বিশেষ অতিথি ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইয়াসমীন হক। স্বাগতিক বক্তব্য রাখেন কলেজের রেক্টর প্রফেসর মোহাম্মদ আলী।
আরো বক্তৃতা করেন কলেজ পরিচালনা পরিষদের পরিচালক মো: কামরুল ইসলাম, মোস্তফা আল আমিন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন