স্টাফ রিপোর্টার : রাজধানীর বংশালের একটি বাসা থেকে গতকাল শনিবার উর্মি নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আজগর আলীকে গ্রেফতার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মিটফোর্ড মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সুরিটোলার ১৪ নম্বার বাসার ৩য় তলার ফ্ল্যাটে ৩ বছরের এক ছেলেকে নিয়ে আজগর আলী ও উর্মি দম্পতি থাকতেন। আজগর গুলিস্তানে জুতার ব্যবসা করেন। গতকাল সন্ধ্যার দিকে পুলিশ ওই ফ্ল্যাটের বাথরুম থেকে উর্মির লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আজগর পলাতক ছিল। পরে তাকে আটক করা হয়। আসলে ঘটনাটি কি তা তৎক্ষণাৎ জানা যায়নি। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন