বিশেষ সংবাদদাতা : কাল মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
ওই বার্তায় জানা যায়, ওইদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ান দেবেন। পরে দুপুর ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এরপর ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেবেন তিনি। বেলা ২টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী সংসদের যৌথসভা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩টায় টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওয়ানা করবেন তিনি।
গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে গত শনিবার বিকালে ওই সফর স্থগিত করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন