শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অল্পের জন্য রক্ষা পেল তিস্তা এক্সপ্রেস

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলার রিপোর্ট : গাজীপুরের শ্রীপুরে অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন। ঢাকা-ময়মনসিংহ রেলপথে ধাত্রী নদীর রেল সেতুর ওপর স্লিপারসহ ট্রেনলাইন বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা ছিল। স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে শতর্ক করায় চালক সেতুতে উঠার আগেই ট্রেন থামিয়ে দেন। এতে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান ময়মনসিংহ হয়ে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেসের যাত্রীরা। এ ঘটনায় গতকাল রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল।
রেল সূত্র জানায়, রোববার সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি শ্রীপুর অতিক্রম করার পরই ধাত্রী নদীর রেল সেতুতে বিকট শব্দ হয়। আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ট্রেনলাইনটি স্লিপারসহ ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর কিছুক্ষণ পরই ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সেতুর কাছাকাছি চলে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে দেয়। এতে চালক সেতুতে উঠার আগেই ট্রেনটি থামিয়ে দেন। তার বিচক্ষণতা এবং স্থানীয় লোকজনের মহৎ উদ্যোগের কারণে অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যান তিস্তা এক্সপ্রেসের যাত্রীরা। কাওরাইদ রেলস্টেশনের স্টেশন মাস্টার এমদাদুল হক জানান, রেলসেতু থেকে রেললাইনের কিছু অংশ স্লিপারসহ ভেঙ্গে নদীতে পড়ে যায়। এটা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ট্রেনটি লাল কাপড় উড়িয়ে থামিয়ে দেন। খবর পেয়ে কাওরাইদ রেলস্টেশন থেকে ট্রেনলাইন মেরামত কর্মীরা লাইনটি সাড়ে ১২টার দিকে সচল করেন। এ ঘটনায় ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ও তিস্তা এক্সপ্রেসের যাত্রা বিলম্ব ঘটে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন