রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পুতিনকে হত্যা করা হবে বিশ্বের জন্য ‘মহান কাজ’ : মার্কিন সিনেটর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ৭:৩৮ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘হত্যা’ করা রাশিয়ার জন্য এবং বিশ্বের জন্য ‘একটি মহান কাজ’ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে এক টুইটবার্তায় এসব কথা লেখেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। টুইটে তিনি পুতিনকে স্বৈরশাসক জুলিয়াস সিজার এবং অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন।

তিনি আরো বলেন, ‘রাশিয়াতে কি নির্মম কেউ আছেন? রুশ বাহিনীতে কি সফল কর্নেল স্টাফেনবার্গের (হিটলারকে হত্যাকারী) মতো কেউ আছে? যুদ্ধ যুদ্ধ খেলা শেষ করার একমাত্র উপায় ওই লোকটাকে (পুতিন) সরিয়ে দেওয়া। যদি কেউ এটা করতে পারেন, সেটি আপনার দেশ এবং বিশ্বের জন্য মহান কাজ বলে বিবেচিত হবে।’
কিছুক্ষণ পরই রিটুইট করে সিনেটর গ্রাহাম লেখেন, ‘এটা শুধু রাশিয়াতে অবস্থান করা দেশটির নাগরিকদের প্রতি আহ্বান। বলা হয়তো অনেক সহজ, কিন্তু করা কঠিন। যদি তুমি অন্ধকারাচ্ছন্ন সমাজে জীবন কাটাতে চাও, সেটা ভিন্ন কথা। তবে দারিদ্র্যতা কাটাতে এবং অন্ধকার দূর করতে, তাকে (পুতিনকে) সরানো উচিত।’
তবে ‘হত্যা’র মতো উসকানিমূলক টুইট করায় লিন্ডসে গ্রাহামকে সমালোচনা করেছেন অনেকে। রিটুইট করে জন ম্যাককার্টার নামে একজন লিখেছেন, ‘আমার মনে হয়, যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের সিনিয়র সিনেটর হয়ে আপনার এমন মন্তব্য করা উচিত নয়, যা বিশ্বকে আরও সংকটে ফেলে দেবে।’
৬৬ বছর বয়সী লিন্ডসে গ্রাহাম দক্ষিণ কেরোলিনার রিপাবলিকান দল থেকে নির্বাচিত একজন সিনেটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Joy ৪ মার্চ, ২০২২, ১১:১৭ পিএম says : 0
রাশিয়া মুসলিম নয়। পশ্চিমা দেশগুলো তাদের ক্ষমতা দেখাতে ব্যর্থ হয়েছে। তাই তাদের আসল চেহারা বেরিয়ে আসছে।শক্তি এখন কোথায়? রাশিয়া চালিয়ে যাও যদিও তুমি এর আগে বহু মুসলমানকে হত্যা করেছিলে।
Total Reply(0)
Hafiz ৪ মার্চ, ২০২২, ১১:২৪ পিএম says : 0
ঠেলার নাম বাবাজি
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন