শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রিকশার আরোহীর কাছ থেকে ৩৫০০ ইয়াবা উদ্ধার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে ৩৫০০ পিস ইয়াবাসহ সোহেল হোসেন নামে এক রিকশার আরোহীকে গ্রেফতার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলো সোহেল। গেন্ডারিয়া থানার ওসি আবু সাঈদ আল মামুন জানান, শনিবার রাতে নারিন্দা পুলিশ ফাঁড়ির এএসআই সঙ্গীয় ফোর্সসহ স্বামীবাগ সাহেব বাজার কবরস্থানের সামনে চেকপোস্টে এক রিকশার আরোহীকে সন্দেহ হয়।

পরে তাকে তল্লাশি করে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত সোহেলের নামে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় মাদকসহ আরও দুটি মামলা রয়েছে। গেন্ডারিয়া থানা তার নামে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন