শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ক্ষমা করব না, ভুলেও যাব না : জেলেনস্কি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

রুশ হামলার এই পর্যায়ে রবিবার সন্ধ্যায় ভাষণ দেন দেশটির ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তিনি ইউক্রেনের মাটিতে যেসব যেসব রুশ সৈন্য নৃশংসতা করছে তাদের হুঁশিয়ারি উচ্চারণ করেন। হুঙ্কার দিয়ে বলেন, “আমরা তোমাদের ভুলে যাব না। ক্ষমাও করব না। তোমাদের জন্য একমাত্র শান্ত জায়গা হবে কবর।” জেলেনস্কি বলেন, “বিধ্বস্ত বাড়িঘরগুলো আমরা ভুলে যাব না। আমাদের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রটি ওখমাতদিতের উপর রুশ মিসাইল ধ্বংস করায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে আমরা সেটিকে ক্ষমা করব না। এবং এই ধরনের আরও পাঁচ শতাধিক ক্ষেপণাস্ত্র আমাদের ভূমিতে আঘাত হেনেছে। ইউক্রেন জুড়ে আমাদের মানুষ এবং শিশুদের আঘাত করেছে। নিরস্ত্র-নিরীহ মানুষকে গুলি করা হচ্ছে। আমাদের অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। হাজার হাজার মানুষ ভুক্তভোগী হয়েছে। লাখ লাখ মানুষ ভোগান্তিতে পড়েছে। আমরা এগুলো ক্ষমা করব না।” দ্য গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন