মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

মাহে রমজানের আগেই দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনুন

ইসলামী ঐক্যজোট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ৬:০০ পিএম

ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মওলানা আব্দুর রকিব অ্যাডভোকেট এবং সংগঠনের মহাসচিব মওলানা আব্দুল করিম খান আজ বুধবার এক যুক্ত বিবৃতিতে বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। নেতৃদ্বয় আরো বলেন, সরকার ভোজ্য তৈল ও এলপিজি গ্যাসসহ জিনিসপত্রের দাম বার বার বৃদ্ধি করায় জন দুর্ভোগ ক্রমান্বয়ে বাড়ছে। সর্বত্র মজলুম মানুষের আহাজারি লক্ষ্য করা যাচ্ছে।
নেতৃদ্বয় বলেন, জনগনের প্রতি সরকারের কোনো দ্বায় বদ্ধতা আছে বলে মনে হয় না। দুর্নীতি সরকারের সকল বিভাগে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশকে জনকল্যাণ রাষ্ট্রে পরিণত করার কোনো উদ্যোগ নেই। জনগণের ভোটাধিকার সুনিশ্চিত করে আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা না হলে দেশ পিছিয়ে যাবে । নেতৃদ্বয়, আসন্ন পবিত্র রমজান শুরু হওয়ার পূর্বেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন