চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর থেকে ফার্মেসিতে ওষুধ সরবরাহ এবং সেগুলো রোগীদের মাঝে বণ্টনের ক্ষেত্রে গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার হাসপাতালে প্রায় চার ঘণ্টা অভিযানের পর দুদক কর্মকর্তারা বলেছেন, যত রোগীকে বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে তার চেয়ে অনেক বেশি ওষুধ স্টোর থেকে ফার্মেসিতে নেয়া হচ্ছে।
এক ভুক্তভোগীর অভিযোগ পেয়ে বেলা ১১টা বিকেল ৩টা পর্যন্ত চমেক হাসপাতালে অভিযান চালান সংস্থাটির কর্মকর্তারা। এ সময় দুদক কর্মকর্তারা চমেকের স্টোর ও ফার্মেসিতে ওষুধ সরবরাহের নথিপত্র যাচাইয়ের পাশাপাশি অর্থোপেডিক ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গেও কথা বলেন।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি সরকারিভাবে বরাদ্দ বিনামূল্যের বিপুল পরিমাণ ওষুধসহ চমেক হাসপাতালের দুই কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। ওই দুইজন দীর্ঘদিন থেকে সরকারি ওষুধ চুরি করে বিক্রি করছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন