শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সংসদের ১৭তম অধিবেশন ২৮ মার্চ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১২:২১ এএম

বর্তমান একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন বসবে আগামী ২৮ মার্চ। ওই দিন বিকেল ৫টায় সংসদের অধিবেশন শুরু হবে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ গতকাল গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি জানান, প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ আগামী ২৮ মার্চ বিকেল ৫টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি বছরের দ্বিতীয় অধিবেশন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডেন্ট এই অধিবেশন আহ্বান করেছেন।
নিয়ম অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং ২০২২ সালের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাদকতায় ২৮ মার্চ সংসদের অধিবেশন শুরু হতে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন