শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের হরতাল আসছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১২:২১ এএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দুঃশাসনের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আগামী ২৮ মার্চ সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় মুক্তি ভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জোট এ কর্মসূচি ঘোষণা করবে। বাম সংগঠনগুলোর একাধিক নেতার সাথে কথা বললে তার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাম জোট সূত্র জানায়, হরতালের আগে বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হতে পারে। বাম গণতান্ত্রিক জোটের এই কর্মসূচিতে বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোসহ অন্যান্য দলের সমর্থনও থাকবে।
জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতির প্রতিবাদে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচির মধ্যে বিক্ষোভ, ঘেরাও এবং এ মাসেই হরতাল ডাকা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন