স্টাফ রিপোর্টার : রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নয়, সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে চায় বিএনপি। দলের নেতারা বলেছেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করার অনুমতি প্রশাসন দিলো কি দিলো না, তা নিয়ে বিএনপি ভাবছে না। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি আবার চাওয়া হবে।
সোহরাওয়ার্দী উদ্যানে অথবা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ করতে চাইলেও প্রশাসনের অনুমতি মেলেনি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ২৭টি শর্তে মঙ্গলবার বিকেলের মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি সমাবেশ করতে পারে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ব্যাপারে বলেন, ‘বিএনপি কখনো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করার জন্য অনুমতি চায়নি। ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে নতুনভাবে আবেদন করা হবে। সে অনুযায়ী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি দেওয়া হলো কি হলো না, তা নিয়ে বিএনপি ভাবছে না।’
দলীয় সূত্রগুলো জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেলে সে সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তৃতা করার কথা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন