শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

৩৫ মণ জাটকা জব্দ ৮ লাখ টাকা জরিমানা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে র‌্যাব। এসময় জব্দ করা হয় ৩৫ মণ জাটকা ইলিশ। গতকাল শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে জরিমানা ও জব্দের নির্দেশ দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে যাত্রাবাড়ী মৎস আড়ত, গঙ্গাপুর মৎস আড়ত, আল্লাহর দান মৎস্য আড়ত, সোহেল মৎস আড়ত, গোল্ডেন ফিস আড়ত, লোকনাথ মৎস আড়ত, মেট্রোসেম মৎস আরতসহ সাতটি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয় আইন অমান্য করে তাদের বিক্রি কার্যক্রম চালিয়ে আসছিল। তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে। পরে এ ব্যাপারে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন