শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চট্টগ্রামে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ১২:১২ এএম

চট্টগ্রামে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী।
আওয়ামী লীগের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ নেতারা বক্তব্য রাখেন। সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী কর্পোরেশন আয়োজিত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জন্মদিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। এ সময় বন্দরের সর্বস্তরের কর্মকর্তা ছাড়াও বন্দরের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা হাদী হোসেন বাবুল উপস্থিত ছিলেন।

রেলওয়ের পূর্বাঞ্চল, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ, বিভাগীয় জেলা প্রশাসন, সিএমপি, জেলা পুলিশ, চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালিত হয়। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মুহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাটহাজারীর ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিনের নেতৃত্বে বিস্তারিত কর্মসূচি পালিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন