কর্পোরেট রিপোর্টার : শেষ হলো ডেনিম প্রদর্শনী ২০১৬। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)তে শুরু হওয়া এ প্রদর্শনী গতকাল শেষ হয়। এতে তুলে ধরা হয় টেকসই পোশাক খাতের জন্য নিত্যনতুন সব প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের ডেনিম পণ্যসম্ভার। বাংলাদেশের ডেনিম পণ্য ও এর সম্ভাবনাকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে এবারের প্রদর্শনীর থিম রাখা হয়েছে ‘ন্যাচারাল’। প্রদর্শনীতে ঘুরে দেখা যায়, দেশি-বিদেশি শত শত ডেনিম বিশেষজ্ঞ ও দর্শনার্থী ছিল। পরিবেশবান্ধব অবয়ব দিয়ে সাজানো মেলার পুরো হল। বাঁশ ও কাঠের সংমিশ্রণের মনোরম অবয়বে তৈরি স্টল। স্টলে থাকা বিভিন্ন দেশের ডেনিম পণ্যের উদ্যোক্তারা তুলে ধরেছেন তাদের পণ্যের গুণগত মান আর প্রযুক্তির কথা। এবারের মেলায় অংশগ্রহণ করেছে বিশ্বের ১৫টি দেশের ৫৪টি প্রতিষ্ঠান। ডেনিম এক্সপোর প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন জানান, এতে প্রায় ৫৬ দেশের শতাধিক বায়ার এসেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন