মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ওলিয়ে কামেল আল্লামা ছাহেব কিবলা ফুলতলী (রহ:)-এর সুযোগ্য সাহেবজাদা ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও সিলেট শাহজালাল ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, সকল ভ্রান্ত মতবাদ পরিহার করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস সমাজে প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, চার মাজহাবের মতাদর্শী ও অনুসরণকারীই প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সে কারণে আহলে হাদিসের অনুসরণ করা যাবে না। তাদের আকিদা বিশ্বাস ভ্রান্ত ও পথভ্রষ্ট সকল হাদিসের ওপর রাসূলুল্লাহ (সা:) আমল করার কথা বলেননি। তিনি সুন্নাতের ওপর আমল করার নির্দেশ করেছেন। কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে।
তিনি গত ৮ নভেম্বর মাধবপুর উপজেলাধীন উত্তর নোয়াপাড়া হযরত শাহজালাল (রহ:) ইসলামীয়া যুব সংঘের ষষ্ঠ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আলহাজ মো: সফিক উদ্দিন ফালান সর্দারের সভাপতিত্বে সংগঠনের সভাপতি কে এম আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা নেছারীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মুফতি কাফিলুদ্দিন সরকার সালেহী বলেন, শরিয়তের দলিল চারটিÑ কোরআন, হাদিস, ইজমা ও কিয়াছের ভিত্তিতেই মুসলমানদের চলতে হবে। এতে অন্যান্যের মধ্যে ওয়াজ করেন ছালেহাবাদ মাদ্রাসার সুপার মাও: সৈয়দ ওবায়দুর রহমান আবুল কামাল, মাও: বদরুজ্জামান, মুফতি সেফাউল করিম সালেহী, মাও: আলাউদ্দিন আহমেদ আলকাদরী, হাফেজ আব্দুল আউয়াল, মাও: হাবিবুর রহমান তৌহিদ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন