শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সম্মাননা পেলেন মুক্তিযোদ্ধা আর কে চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ১২:০২ এএম

মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন সেক্টর কমান্ডার্স ফোরামের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবীদ ও ভাষা সংগ্রামী আর কে চৌধুরী। গতকাল সকালে রাজধানীর গুলশানে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সামাজিক সংগঠন ‘পজিটিভ বাংলাদেশ’ তাকে এই সম্মাননা দেয়। কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা আর কে চৌধুরী মুক্তিযুদ্ধের ২ ও ৩ নং সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মময় জীবনে তিনি যাত্রাবাড়ী ও ধানমন্ডি থেকে একাধিকবার ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার নির্বাচিত হয়েছিলেন, ঢাকা সিটি কর্পোরেশন প্লানিং ডেভেলপমেন্ট কমিটির ও রাজউকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন