শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বীর নিবাস ঘর বঞ্চিত

ফিরোজ খান লোহানী, ইসলামপুর (জামালপুর) থেকে : | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ১২:০০ এএম

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৭ নং পাথর্শী ইউনিয়নের শশারিয়াবাড়ী খানপাড়া বীরঙ্গনা মুক্তিযোদ্ধা রাবেয়া বেগম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বীর নিবাস ঘর থেকে বঞ্চিত রয়েছে।
বীরঙ্গনা রাবেয়া বেগম বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। ইসলামপুরে ৫ জন বীরঙ্গনা মুক্তিযোদ্ধাদের বীর নিবাস ঘর বরাদ্দ করেছে সরকার। সেই বরাদ্দকৃত ঘরের তালিকায় আমার নামও বরাদ্দ করেছিল। পরবর্তীতে আমার নামে বরাদ্দকৃত ঘরটি বাতিল করে দেয়। ধর্ম প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধামন্ত্রী শেখ হাসিনার নিকট আমার আবেদন একজন বীরঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে আমার বীর নিবাস ঘরটি পুনরায় নির্মাণ করার ব্যবস্থা করে দেন।
এ ব্যাপারে বিভাগীয় উপ সহকারী প্রকৌশলী ময়মনসিংহ অঞ্চলের আকতারুজ্জামান মোবাইল ফোনে জানান, রাবেয়া বেগমের জমির সমস্যা থাকার কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় থেকে রাবেয়া বেগমসহ সকল বীর নিবাসের জায়গা জমি পরিদর্শন করলে রাবেয়া বেগমের জমির নিকট গর্ত থাকায় কাজ বদ্ধ করে দেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন