ইনকিলাব ডেস্ক : ইসলামবিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সে দেশের মুসলিম নারী নাগরিকরা হিজাব পরিধানের ব্যাপারে আতঙ্কিত হয়ে পড়েছেন। বুধবার সকালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের বহু মুসলিম নারী তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যাপক শঙ্কা প্রকাশ করেন; বিশেষ করে তারা হিজাব পরতে পারবেন কি না, তা নিয়ে প্রচ- আতঙ্ক আছেন তারা। নির্বাচনের আগে ট্রাম্প মুসলমানদের উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করেছিলেন এবং নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে মুসলমানদের অভিবাসন বন্ধ করে দেবেন বলে যে মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে সামজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় ব্যাপক উৎকণ্ঠা ও ক্ষোভ প্রকাশ করেছিল। এক মুসলিম নারী বলেন, ট্রাম্প নির্বাচিত হওয়ায় আমার জ্ঞাতি ভাইবোনেরা নির্বাসিত হয়েছে, আমিও আতঙ্কে আছি হিজাব পরা নিয়ে, গর্ভপাতের কারণে নারীদের শাস্তি দেয়া হয়েছে, সিরীয় শরণার্থীরা মানবেতর জীবনযাপন করছে। বিএনও নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন