ইনকিলাব ডেস্ক : ইরাকের ফেডারেল পুলিশের পোশাকধারী লোকজন মসুলের দক্ষিণাঞ্চলীয় গ্রামবাসীর ওপর নির্যাতন চালাচ্ছে ও তাদের নির্বিচারে হত্যা করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একথা জানিয়েছে। ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে শুরা ও কাইয়ারাহ সাব-ডিস্ট্রিক্টের ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে জিহাদি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় বলে দাবি করা হয়েছে। এই অভিযোগের ব্যাপারে ইরাকের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি। সরকার সমর্থক বাহিনীগুলো গত মাসে মসুলকে আইএস এর দখল থেকে মুক্ত করার জন্য অভিযান শুরু করে। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন