শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

কয়েকটি কোম্পানীর লভ্যাংশ ঘোষণা

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অর্থবছরে তিন কোম্পানী শেয়ার গ্রাহকদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ফার্মা এইড ৩০ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ১৪ শতাংশ ও কোহিনূর কেমিক্যাল কোম্পানী ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ওরিয়ন ইনফিউশন : ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ার গ্রাহকদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানীর বার্ষিক সাধারণ সভা ২০ ডিসেম্বর। আর রেকর্ড ডেট ৩০ নভেম্বর। এই সময়ে কোম্পানীর ইপিএস ৫.২৫ টাকা আর সম্পদমূল্য ১২.৯৮ টাকা। আগের বছরের চেয়ে ইপিএস ও সম্পদ বেড়েছে। আগের বছর ইপিএস ছিল ১.৩৯ টাকা আর সম্পদমূল্য ৯.২১ টাকা। কোহিনূর কেমিক্যাল : কোহিনূর কেমিক্যাল কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড শেয়ার গ্রাহকদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার ১০ শতাংশ নগদ আর ২০ শতাংশ বোনাস। আগামী ২০ ডিসেম্বর কোম্পানীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৩০ নভেম্বর। এই সময়ে কোম্পানীর শেয়ারপ্রতি আয় হয়েছে ১১.৭৫ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদমূল্য ৪১.১০ টাকা। আগের বছরের চেয়ে শেয়ারপ্রতি আয় কমলেও বেড়েছে শেয়ারপ্রতি সম্পদ। আগের বছর শেয়ারপ্রতি আয় আয় ছিল ৯.০১ টাকা আর সম্পদমূল্য ছিল ৩২.৩৫ টাকা। ফার্মা এইড : ফার্মা এইড শেয়ার গ্রাহকদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে শেয়ার গ্রাহকদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর। রেকর্ড ডেট ৪ ডিসেম্বর। এই সময়ে কোম্পানীর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭.৫২ টাকা আর শেয়ারপ্রতি সম্পদমূল্য ৪২.৪৫ টাকা। আগের বছরের চেয়ে ইপিএস কমলেও বেড়েছে সম্পদ আয়। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ৮.১৬ টাকা আর সম্পদমূল্য ৩৭.৪৩ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন