কর্পোরেট রিপোর্টার : দেশের ই-কমার্স খাতের উন্নয়নে দক্ষ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে শুরু হয়েছে ই-কমার্স উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স হলে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এম আলী আক্কাস, এলআইসিটির প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, আইটি বিশেষজ্ঞ মাহফুজুল ইসলাম শামীম, ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ই-ক্যাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক প্রমুখ। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্য প্রতিষ্ঠানগুলো এতে অংশ নিচ্ছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাস্তবায়নাধীন লেভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রজেক্টের (এলআইসিটি) অধীনে ম্যানেজমেন্ট কনসালট্যান্সি সার্ভিসেস, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এই কার্যক্রম শুরু হয়েছে। এম আলী আক্কাস বলেন, বাংলাদেশে বিগত কয়েক বছরে কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে এবং এরই ধারাবাহিকতায় ই-কমার্স এখন বাংলাদেশে জনপ্রিয়। বাংলাদেশের সর্বত্র ই-কমার্সকে ছড়িয়ে দিতে হলে যে জিনিসটি এখন সবচেয়ে দরকারি তা হচ্ছে, ই-কমার্সের উন্নত জ্ঞানসম্পন্ন উদ্যোক্তা তৈরি করা। মো. রেজাউল করিম বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের প্রধান চারটি স্তম্ভ যার মধ্যে একটি হচ্ছে ব্যবসা-বাণিজ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এ বিচারে ই-কমার্স ডিজিটাল বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন